বাটা কারখানা কর্তৃপক্ষের শ্রমিক বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ক্ষমতাসীন আইএনটিটিইউসি-র বশ্যতা স্বীকার করা এবং দীর্ঘদিন অবস্থানরত সর্ববৃহৎ বিরোধীপক্ষের মৌনতা পালন করায় সংগ্রামী বামপন্থী শক্তি বিকল্পের সন্ধানে আমাদের সাথে বৈঠক করে। এই অবস্থায় ঘোলাজলে মাছ ধরতে তৃণমূলের বিক্ষুদ্ধ শক্তি বিজেপিতে যোগ দিয়ে জয় শ্রীরাম আওয়াজ তুলে শ্রমিকদের মধ্যে প্রভাব বিস্তারে ময়দানে নামে। এর মধ্যে ৯-২৩ সেপ্টেম্বরের কর্মসূচী হিসাবে এআইসিসিটিইউ-র রাজ্য কমিটির লিফলেট বাটা কারখানায় বিলি করা হয়।
বাম শক্তির একটা অংশ এআইসিসিটিইউ-র রাজ্য নেতা কিশোর সরকারের পরামর্শে লিফলেট ছাপিয়ে বাটা কারখানায় বিলি করেন। শ্রমিকরাও সংগ্রামী বামপন্থীদের লিফলেট গ্রহণ করেন উৎসাহভরে এবং একটা চর্চাও শুরু হয়েছে, যা চোখে পড়ার মতো। লিফলেট বিলি করেন বাটা কারখানার এআইসিসিটিইউ নেতা শিবন, সুব্রত, জগদীশ সহ বিপুল, মিন্টু, দিলীপ, দেবাশীষ ও আরো অনেকে। আগামীদিন আরো কর্মসূচী গ্রহণ করা হবে।