খবরা-খবর
মুর্শিদাবাদ জেলার বিংশতম জেলা সম্মেলন
conference of Murshidabad district

১৫ মার্চ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের লিয়াকত ভবনে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের বিংশতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন স্থল নামাঙ্কিত করা হয় প্রয়াত কমরেড তাজউদ্দীন বিশ্বাস নগর, কমরেড স্বপন স্যানাল ও জামসেদ সেখ মঞ্চ এবং কমরেড মালেক সেখ সভাগৃহ। সম্মেলন শুরু হয় শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করার মধ্যে দিয়ে। জেলা সম্পাদক রাজীব রায় উপস্থিত রাজ্য কমিটির পর্যবেক্ষক, অন্যান্য নেতৃবৃন্দ ও প্রতিনিধি কমরেডদের অভিনন্দন জানিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সুচনা করেন। তিনজনের সভাপতিমন্ডলীর আসন গ্রহণ করেন সৈয়দ ফজলে আলম, সোরাবুদ্দিন সরকার ও পঙ্কজ কুন্ডু, সঞ্চালন সহযোগিতায় ছিলেন আবুল কাসেম সেখ ও মনভোলা চৌধুরী। রাজ্য পর্যবেক্ষক বাসুদেব বসু উদ্বোধনী ভাষণ রাখেন। তিনি জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্য রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরার সাথে সাথে কেন্দ্রের ফ্যাসিস্ট বিজেপি-আরএসএস নিয়ন্ত্রণাধীন সরকারের শ্রমিক-বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেডইউনিয়ন ও কর্মচারী সংগঠনের ঐক্যবদ্ধ দেশজুড়ে ২৮-২৯ মার্চের সাধারণ ধর্মঘট এবং কৃষক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্দেশে লিখিত প্রতিশ্রুতি দেওয়া দাবিগুলো পূরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিশ্বাস ঘাতকতার বিরুদ্ধে গ্রামীণ ভারত বনধ্ সফল করার জন্য আহ্বান জানান। তিনি আগামী ১৩-১৫ মে কলকাতায় পার্টির রাজ্য সম্মেলন সফল করার জন্য উদ্যোগ গ্রহণ করার আহ্বান রাখেন। তারপর বিদায়ী সম্পাদক রাজীব রায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন। প্রতিবেদনের ওপর ১৫ জন প্রতিনিধি বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন রাজ্য কমিটি সদস্য ধীরেশ গোস্বামী ও রণজয় সেনগুপ্ত সহ অন্যান্য কমরেড। জবাবী ভাষণে রাজীব রায় বিভিন্ন বক্তাদের মতামতের সংযোজন করেন। সর্বসম্মতিক্রমে প্রতিবেদন পাশ হয়। পর্যবেক্ষক বাসুদেব বসু কমিটি নির্বাচনের কাজ পরিচালনা করেন। সর্বসম্মতিক্রমে ১১ জনের জেলা কমিটি নির্বাচিত হন। রাজীব রায় সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হন। উৎসাহের সাথে শ্লোগান ও আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

খণ্ড-29
সংখ্যা-12