গত ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হলেন পার্টির ঘনিষ্ঠ দরদী কমরেড অনুপ আম্বুলি। ৭০’র শেষ দিকে উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরে একসারি যুব ছাত্রদের সাথে তিনিও পার্টিতে যুক্ত হন। ধাক্কার পর ঐ এলাকায় নতুন করে পার্টিকে গড়ে তোলার নানাবিধ কর্মকান্ডে তিনি সংগঠকের ভূমিকা নেন। পরবর্তীতে পার্টির সর্বক্ষণের কর্মী হয়ে কলকাতার দক্ষিণ শহরতলি ও বজবজ এলাকায় জুট শ্রমিকদের মধ্যে বেশ কয়েক বছর তিনি কাজ করেন। সর্বদাই হাসিখুশী এক রসিক মানুষ ছিলেন তিনি। অফুরন্ত জীবনীশক্তি ছিল তার সহজাত! কখনই কোনও নৈরাশ্য তাকে আচ্ছন্ন করে রাখতে পারতো না, ছিল সকলের প্রতি আন্তরিক বন্ধুতা, মানুষের সাথে মিশে যাওয়ার দক্ষতা। এজন্যই তিনি হয়ে উঠেছিলেন সকলের প্রিয়জন। পরবর্তীতে তিনি সাংসারিক জীবনে ফিরে যান। দীর্ঘ কর্মজীবন তার কেটেছে ভুবনেশ্বরে, এক বেসরকারি কোম্পানির চাকরিতে। সেখানেও পার্টির সাথে একটা সম্পর্ক রেখে চলতেন। এবছর ডিসেম্বরের শেষ দিকে কলকাতায় এসে কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর কোমর্বিডিটি অসুস্থতায় কলকাতার বেসরকারি এক হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। অবশেষে গত ২৭ জানুয়ারি ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। রাজারহাটে ক্যানসার হাসপাতালের ডাক্তার বলে দিয়েছিলেন রোগটা নিরাময়ের বাইরে! বাস্তবে সেটাই সত্যি হয়ে উঠলো! আমাদের অনেকেরই প্রিয় দুলাল, অনুপ আম্বুলি চলে গেলেন না ফেরার দেশে। বেশ কিছুদিন কলকাতার হাসপাতালে থাকার পর তাঁকে ভুবনেশ্বরে এআইএমএস’এ নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘটে তাঁর জীবনাবসান। কমরেড দুলাল আম্বুলির স্মৃতি বেঁচে থাকবে চিরকাল, তাঁকে জানাই লাল সেলাম।