বনগাঁ পৌরসভা ১৬ নং ওয়ার্ডে সিপিআই(এমএল) লিবারেশনের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগ্রামী মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক কমরেড শ্যামল সরদার, ‘ভজা’ নামে তিনি বেশ জনপ্রিয়। এই ওয়ার্ডের ভোটারের সংখ্যা প্রায় চার হাজার। ইছামতী নদীর ধার ঘেষে এই ওয়ার্ডে অন্যান্য সম্প্রদায় ছাড়াও সংখ্যালঘু, দলিত, তপসিলি উপজাতির মানুষ বাস করেন। ১৪ ফেব্রুয়ারি থেকে প্রার্থী পরিচয় শুরু হয়েছে। প্রচার চলছে কাছের মানুষ, কাজের মানুষ, গরিবের বন্ধু প্রার্থী ‘ভজা’। লোকমুখে এই কথার স্বীকৃতি আছে। ২০ ফেব্রুয়ারি স্থানীয় কলঘাট (মন্দিরতলা) মোড়ে বড আকারের প্রচার সভা হবে।