‘নাগরিক ইস্তাহার’ প্রকাশ করে প্রচার চলছে নৈহাটিতে
The campaign is going on in Naihati

নৈহাটি পৌরসভার ৫নং ওয়ার্ডে সিপিআই(এমএল) লিবারেশন প্রার্থী সরিৎ চক্রবর্তী (বাবলী)-কে উদীয়মান সূর্য্য চিহ্নে ভোট দিন — এই আবেদন জানিয়ে প্রচারে ওয়ার্ড চষে ফেলা হচ্ছে। নাগরিক জনতার প্রতি উদাত্ত আবেদন জানিয়ে বলা হচ্ছে, এসো হাতে হাত ধরি, নতুন সমাজ গড়ি।

প্রকাশ করা হয়েছে, নাগরিক ইস্তাহার।

   • দুর্নীতি-স্বজনপোষন রুখতে ওয়ার্ডের উন্নয়ন, পরিষেবা ও প্রশাসনিক কাজে নাগরিকদের তদারকি ও অংশগ্রহণ সুনিশ্চিত করা।
    • প্রতি তিনমাস অন্তর ওয়ার্ডে ‘মানুষের কথা শোনো’ বৈঠক আয়োজন করা।
    • বিভেদ-বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির ঐক্যকে সুদৃঢ় করা।
    • অঞ্চলে সুস্থ সংস্কৃতির বাতাবরণ গড়ে তুলতে নবীন প্রজন্মকে উৎসাহিত করা।
    • পরিবেশ রক্ষার্থে পুকুর ও জলাশয়গুলো চিহ্নিত করে সংস্কারের ব্যবস্থা করা।
    • প্রকৃতি বাঁচাতে ও শব্দ-বায়ু-জল দূষণ নিয়ন্ত্রণে পৌরসভায় কার্যকর পরিবেশ দপ্তর চালু করা।
    • গরিফা হেল্থ সেন্টারের উন্নয়ন ও ২৪ ঘন্টা ডাক্তার, ওষুধ, অক্সিজেনের ব্যবস্থা করা।
    • ছোটো ব্যবসায়ী ও উৎপাদকদের বর্ধিত ট্রেড লাইসেন্স ফী প্রত্যাহার করা।
    • মহিলাদের গার্হস্থ হিংসা থেকে রক্ষা ও নির্ভয় স্বাধীনতা সুনিশ্চিত করতে ওয়ার্ডে মহিলা সেল গঠন।
    • মিড-ডে-মিল রন্ধনকর্মীদের পরিচয়পত্র ও উৎসব ভাতা চালু করা।
    • নির্মাণ সহ অসংগঠিত শ্রমিকদের সরকারি প্রকল্পের সুবিধা সুনিশ্চিত করতে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র চালু করা।
    • পৌরসভায় কর্মী নিয়োগে স্বচ্ছতা ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ। অঞ্চলের যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা।
    • প্রাথমিক বিদ্যালয় ও তার পঠন-পাঠন উন্নত করতে বিশেষ জোর দেওয়া। দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যয়ভার গ্রহণ করা।
    • গৌরীপুর সহ বন্ধ কারখানার শ্রমিক পরিবার ও অঞ্চলের দুঃস্থ মানুষদের খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা।
    • কাজহারা ও বেকারদের জন্য শহরে ১০০ দিনের কাজ চালু করা।
    • কোভিডে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
    • প্রথম শ্রমিক নেত্রী সন্তোষ কুমারী দেবী সহ গরিফা অঞ্চলের সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের স্বর্ণালী স্মৃতি ও গৌরবময় ইতিহাস সংরক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ।

খণ্ড-29
সংখ্যা-7