খবরা-খবর
শিলিগুড়িতে পুলিশী সন্ত্রাসের বিরোধিতা
terrorism in Siliguri

শিলিগুড়ির উপকণ্ঠে পোড়াঝাড়-কাওয়াখালি এলাকায় নির্মীয়মান উপনগরী ‘উৎসধারা’ গড়ে তোলার বিরুদ্ধে জমি দিতে অনিচ্ছুক কৃষক ও অন্যান্য বাসিন্দাদের আইনসঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ দিয়ে ভীতি প্রদর্শনের মাধ্যমে বাধা দিতে তৎপর রাজ্য প্রশাসন।

১৪ ফেব্রুয়ারি সকালে পোড়াঝাড়-কাওয়াখালি ভূমিরক্ষা কমিটির উদ্যোগে অবস্থানরত ১৪ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে নিউ জলপাইগুড়ি থানায় সারাদিন বন্দী করে রাখে। অজুহাত হিসাবে মাননীয়া মুখ্যমন্ত্রীর আগমন পথে বাধা সৃষ্টির কথা মৌখিকভাবে তুলে ধরা হয়। বেঙ্গল অম্বুজার মতো একটি কর্পোরেট কোম্পানিকে সরকারি খাসজমি ও রেকর্ডধারী অনিচ্ছুক মালিকদের জমি গায়ের জোরে কেড়ে নিয়ে প্রচুর মুনাফা পাইয়ে দিতে উদ্যত রাজ্য সরকার।

এই অযাচিত পুলিশী সন্ত্রাসের তীব্র বিরোধিতা করে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবিলম্বে অনিচ্ছুক জমি মালিকদের জমি ফেরত দিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয় অখিল ভারতীয় কিষাণ মহাসভা, দার্জিলিং জেলা কমিটি।

খণ্ড-29
সংখ্যা-7