কমরেড মহঃ প্রদীপ সাকিল
কাঁকিনাড়া জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক এক সময় সিপিআই(এমএল) এবং এআইসিসিটিইউ অনুমোদিত ইউনিয়নের সক্রিয় সদস্য, মহঃ প্রদীপ সাকিল কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। কাঁকিনাড়া জুট মিলের পার্টি ব্রাঞ্চের সদস্য নবীকরণ সভায় কমঃ শাকিলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শ্রমিক নেতা নারায়ণ দে, ইউনিয়নের সদস্য কৃষ্ণা ও আলি, প্রদীপ শাকিলের পরিবারবর্গের সাথে দেখা করে সমবেদনা জানান এবং কোন প্রয়োজন মনে করলে পার্টিকে জানাতে বলেন।
কমরেড মহঃ প্রদীপ সাকিল লাল সেলাম।
কমরেড নিমাই মন্ডল
পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর গ্রামের দীর্ঘদিনের পার্টি সদস্য নিমাই মন্ডল ৮ ফেব্রুয়ারি ভোরবেলা তার গ্রামের বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কর্কট রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স ছিল ৬৭ বছর। পরিবারে তাঁর একমাত্র ছেলে ও স্ত্রীকে রেখে গেলেন। তিনি কৃষিফার্মে সরকারি কর্মচারী ছিলেন। সত্তর দশক থেকে পার্টির সাথে যুক্ত ছিলেন। সরকারি কর্মচারী আন্দোলনে তৃতীয় ধারায় সক্রিয় ছিলেন। পার্টির সদস্য ছিলেন। কমরেডের মৃত্যুতে পার্টির পূর্ব বর্ধমান জেলা কমিটি শোক জ্ঞাপন করছে। তাঁর পরিবার পরিজন ও এলাকার কমরেডদের কাছে সমবেদনা জানাচ্ছে।
কমরেড নিমাই মন্ডল লাল সেলাম। তাঁর স্মৃতি অবিনশ্বর হোক।