খবরা-খবর
দেউচা-পাঁচামীতে আদিবাসী মহিলাদের ওপর পুলিশী আক্রমণের বিরুদ্ধে মহিলা সমিতির ধিক্কারসভা
Women's Association

দেউচা-পাঁচামীতে কয়লা খনির প্রয়োজনীয়তা বোঝাতে রাজ্য সরকারের লোকেরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে ঢোকে খনির প্রয়োজনীয়তা বোঝাতে। কিন্তু গ্রামের মহিলারা রুখে দাঁড়ান, তাঁরা জানিয়ে দেন কয়লা খনি তারা চান না। পুলিশ মহিলাদের ওপর লাঠি চালিয়ে আহত করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়। এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে ও দেউচা-পাঁচামী কয়লা খনির বিরোধিতা করে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে এক প্রচার কর্মসূচি সংগঠিত করা হয় যাদবপুরের সন্ধ্যাবাজার ও পালবাজারে। দু’টি ছোটো সভা অনুষ্ঠিত করা হয়। বক্তব্য রাখেন চন্দ্রাস্মিতা চৌধুরী, সৌমি জানা, সম্প্রীতি মুখার্জি, ইন্দ্রাণী দত্ত। সভা সঞ্চালনা করেন মমতা ঘোষ। বক্তারা তুলে ধরেন যে, জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনে মেয়েদের সামনের সারিতে দেখা যায় কারণ জমির সঙ্গে মেয়েদের নিবিড় সম্পর্ক থাকে। মদ খাইয়ে তাদের আন্দোলনে কেউ পাঠান না। আদিবাসী মানুষদের উচ্ছেদ করে ও পরিবেশকে ধ্বংস করে দেউচা-পাঁচামী কয়লা খনি তৈরি করা চলবে না, এই হুঁশিয়ারি সভায় দেওয়া হয়।

খণ্ড-29
সংখ্যা-1