শোক সংবাদ
Mourning news

গত ১৯ জানুয়ারি ২০২২ বীরভূম জেলার রামপুরহাটের ১৫নং ওয়ার্ডের সিপিআই(এমএল) সদস্য সুখেন কুমার ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি একজন ব্যাংক কর্মচারী ছিলেন। ছিলেন দীর্ঘদিন পার্টির সদস্য। তিনি দুই পুত্র, পুত্রবধু ও নাতি-নাতনী রেখে গিয়েছেন। পার্টির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে এই কমরেডের মৃত্যুতে শোকঞ্জাপন করা হয়েছে এবং তাঁর পরিবারের সদস্যদের ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাচ্ছে।

কমরেড সুখেন ভট্টাচার্য লালসেলাম।

খণ্ড-29
সংখ্যা-4