প্রয়াত প্রবীণ পার্টি সদস্য ধূলো সেখ
 Dhulo Sheikh

অশক্ত শরীর, বয়সের ভারে ঠিকমতো চলতে পারতেন না, কিন্তু আজীবন সংগ্রামী চেতনায় ছিলেন দৃঢ়। পার্টির যে কোন প্রোগ্রামের কথা শুনলেই বলতেন, আমি যাবো, নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কখনও প্রোগ্রামের গাড়ীতে কখনও বা মোটর সাইকেলের পিছনে বসে তিনি হাজির হয়ে যেতেন এলাকার সমস্ত কর্মসূচিতে, বসে থাকতেন একেবারে সামনের সারিতে। নদীয়া জেলার নাকাশীপাড়া ব্লকের ধর্মদা এলাকার দীর্ঘদিনের সিপিআই(এমএল) কর্মী ধূলো সেখ গত ১১ আগস্ট ভোররাতে প্রয়াত হয়েছেন। বয়সজনিত কারণেই তিনি চলে গেলেন। একসময় ধুবুলিয়া পার্টি অফিসে ছিল তাঁর নিয়মিত যাতায়াত। ধর্মদা এলাকায় সুবোধ মজুমদার, সুবিমল সেনগুপ্তের সাথে মিলে কাঁধে লালঝান্ডা নিয়ে জমি দখল থেকে শুরু করে নানাবিধ সংগ্রামে অংশ নিয়েছিলেন। এলাকায় সুপরিচিত ছিলেন। এলাকার ব্যাপক মানুষ তাঁকে সমীহ করতো। বিগত বিধানসভা নির্বাচনের সময় পাড়ার চা দোকানে, গলির মহল্লায় লিফলেট বিলিও করেছিলেন। তাঁর দীর্ঘদিনের সাথী প্রতিবেশী রহিম সেখ কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। ধর্মদার এই দুই বরিষ্ঠ কমরেডের ঘনিষ্ঠ ছবি সকলের স্মৃতিতে চিরদিন অমলিন থেকে যাবে। ধূলো সেখ লাল সেলাম। তাঁর স্মৃতি অবিনশ্বর হোক। তাঁর বাড়িতে গিয়ে অন্তিম শ্রদ্ধা জানান পার্টির জেলা ও রাজ্য নেতৃবৃন্দ কাজল দত্তগুপ্ত, সন্তু ভট্টাচার্য, অনিমা মজুমদার, জয়তু দেশমুখ প্রমুখ।

খণ্ড-28
সংখ্যা-32