করোনা মহামারীর ২য় ঢেউ, অঘোষিত লকডাউন ও ‘ইয়াস’ সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সমস্যা সমাধানে সিপিআই(এম-এল) লিবারেশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ৭ জুন নিম্নলিখিত দাবিতে জেলাশাসক ও বিডিও দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মূল দাবি ছিল,
১) সমস্ত গ্রাম পঞ্চায়েতে কোভিড কেয়ার সেন্টার তৈরি করা বা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনামুল্যে টিকা দেওয়া, স্ক্রিনিং, কোয়ারেন্টেন ও এম্বুল্যান্সের ব্যবস্থা করতে হবে। ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন-সমৃদ্ধ শয্যা ও উপযুক্ত ডাক্তারদের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। সমস্ত হাসপাতালে আইসিইউ বেডের ব্যবস্থা করতে হবে।
২) গ্রামীণ গরিবদের অবিলম্বে লাগাতার এমজিএনআরইজিএ প্রকল্পে কাজ দিতে হবে পরিযায়ী শ্রমিক সহ সমস্ত কাজ হারানো মেহনতিদের কাজ দিতে হবে। মহামারী চলাকালীন প্রতিটি জবকার্ড ধারী গরিব মানুষের পরিবারকে ৫০টি শ্রম দিবসের মজুরি অনুদান হিসেবে দিতে হবে।
৩) সমস্ত রেশন কার্ডধারী সহ ক্ষুদ্র ও মাঝারী কৃষকদের মাসিক ৩৫ কেজি চাল/গম/আটা ও মাসিক ৫,০০০ টাকা বিশেষ সহায়তা করতে হবে।
৪) ‘ইয়াস’ সহ বিগত কালবৈশাখীর ঝড়-বৃষ্টির ফলে বরো মরসুমের ধান, তিল ও অন্যান্য রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। সরকারি বিধিনিষেধের ফলে যানবাহন সংকটের জন্য ধান ও অন্যান্য ফসলের বাজার পাচ্ছে না তাই গ্রামে গ্রামে ধান ক্রয়ের ব্যবস্থা করতে হবে। আগামী ফসল উৎপাদনের জন্য বীজ সার সরবরাহ করতে হবে।
৫) কৃষক ও গরিব মেহনতিদের সমস্ত ঋণ মকুব করতে হবে। স্বনির্ভর গোষ্ঠীসহ মাইক্রোফিনান্স সংস্থার ঋণ মকুব করতে হবে। কিস্তির টাকা আদায় স্থগিত রাখতে হবে। কিস্তির টাকার জন্য জুলুম বন্ধ করতে হবে।