আবেদন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জনগণের জ্ঞাতার্থে জরুরী হেল্থ বুলেটিন

অনুগ্রহ করে আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধুদের জানান

করোনা ভাইরাস ব্যাকটেরিয়াল ইনফেকশান না। কাজেই এ্যান্টিবায়োটিকে এর নিরাময় হবে না।

নিজেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পরামর্শ :

  • যত বেশি পারেন আপনার কণ্ঠনালীকে আদ্র করে রাখুন। কোনো অবস্থাতেই শুষ্ক হতে দেওয়া যাবে না।
  • কাজেই তৃষ্ণা পেলেই জল পান করুন। কণ্ঠনালী যদি শুষ্ক থাকে তবে মাত্র দশ মিনিটেই আপনি এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।
  • ৫০ থেকে ৮০ সিসি ইষদ-উষ্ণ জল পান করুন। (বড়দের জন্য)
  • ৩০ থেকে ৫০ সিসি ছোটদের জন্য।
  • যখনই আপনি মনে করছেন — আপনার কণ্ঠনালী শুষ্ক হয়ে আসছে। অপেক্ষা না করে দ্রুত জল পান করুন।
  • সবসময় হাতের কাছে বিশুদ্ধ জল রাখুন।
  • একবারে প্রচুর জল পান করলে লাভ হবে না। বরং অল্প অল্প বিরতিতে অল্প অল্প পান করে কণ্ঠনালীকে সব সময় আদ্র করে রাখুন।
  • মার্চ মাসের শেষ পর্যন্ত এই নিয়মগুলো মেনে চলুন।
  • জনাকীর্ণ জায়গা থেকে দূরে থাকুন।
  • ট্রেন, বাস এবং যে কোনো যাত্রী পরিবহনে মাস্ক পরুন।
  • ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। যে সব খাবারে প্রচুর ভিটামিন সি আছে সেই খাবারগুলো বেশি করে খান।

লক্ষণসমূহ :
১) ঘন ঘন খুব জ্বর।
২) জ্বরের পর দীর্ঘায়িত কাশি।
৩) শিশুদের হওয়ার প্রবণতা বেশি।
৪) বয়ষ্কদের শারীরিক অসুস্থতাবোধ করা, মাথাব্যথা বিশেষ করে শ্বাস-প্রশ্বাস জনিত রোগে ভোগা।

এই রোগ অত্যন্ত সংক্রামক। এই রোগে আক্রান্ত হওয়ার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিন। জানুন, নিজেকে প্রতিনিয়ত ওয়াকিবহাল রাখুন এবং অন্যকে জানান।

খণ্ড-27
সংখ্যা-4