খবরা-খবর
নদীয়ায় খাস জমির দখল নিলেন গ্রামবাসীরা

নদীয়ার নাকাশীপাড়া ব্লকের শালিগ্রাম পশ্চিমপাড়া গ্রামের মানুষ খাস জমির দখল নিলেন। গত ৪ ডিসেম্বর সকাল থেকেই গ্রামের যুবকরা মাঠে নেমে পড়ে। ম্যাপ সহ মাপজোক করে খাস জমি চিহ্নিত করা হয়,তারপর লালঝান্ডা পুঁতে প্রায় ৩ বিঘা পরিমাণ জমির দখল নেওয়া হয়। গ্রামের ব্যাপক মানুষ এই লড়াইয়ে সামিল হয়ে যায়। পার্টির স্থানীয় কর্মীরা, জেলা-ব্লক ও রাজ্য দায়িত্বশীলরা শুরু থেকেই অংশগ্রহণ করেন। এই বিষয়টি জানা বোঝার পর বেগতিক দেখে পার্শ্ববর্তী গ্রামে বসবাসকারী অবৈধ দখলকারী ব্যক্তি বাধা দেওয়া বা সামনে আসার চেষ্টা করেনি। একদিকে ঐ সরকারী জমিতে গ্রামের সর্বসাধারণের চলাচলের রাস্তাটিকে সরিয়ে নিয়ে আসা, অপরদিকে বর্তমান চালু রাস্তার জায়গায় বৈধভাবে প্রকৃত মালিক তথা চাষির দখল দেওয়ার কাজ সম্পন্ন করা হয়। সংশ্লিষ্ট গ্রামবাসীর সন্মতিক্রমে ওখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে গ্রহণ করেন। শাসক দলের নেতারা গ্রামবাসীদের নানারকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন আশায় আশায় রেখে তারা কোনো কিছুই করেননি। পার্টির স্থানীয় কর্মীরাই গ্রামবাসীদের ঐক্যবদ্ধ করে জমি দখলের পরিকল্পনা গ্রহণ করেন। এলাকায় পার্টির দীর্ঘদিনের সংগ্রামী পরিচিতি বাড়িয়ে তুলতে এই জমিদখল আন্দোলন সহায়ক ভুমিকা নিয়েছে। পরদিনই ব্লক ভূমি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। সরকারীভাবে রাস্তা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবি প্রশাসনকে জানানো হয়।

খণ্ড-26
সংখ্যা-40