মুর্শিদাবাদের সিপিএমের বেলডাঙা লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে ২০ জন পার্টি সদস্যসহ বেশ কিছু বামপন্থী শক্তি সিপিআই(এমএল) লিবারেশনে যোগ দিয়েছেন। গত ১৫ ডিসেম্বর এক ঘরোয়া কনভেনশনের মধ্য দিয়ে তাঁদের পার্টিতে যোগদান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল। সিপিএমের নেতৃত্বের সুবিধাবাদী-ভ্রান্ত রাজনীতি এবং রাজনৈতিক উদ্যোগ গ্রহণে সম্পূর্ণ ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়িয়েই তারা আমাদের পার্টিতে যোগ দিয়েছেন বলে জানালেন। এই সময়কালে বেলডাঙার পরিস্থিতি ছিলো প্রবল ভাবে অগ্নিগর্ভ। দু’দিন আগে ওখানে গণবিক্ষোভের জেরে রেল স্টেশন অগ্নিদগ্ধ হয়। তারপরই শাসকদল তৃণমূল এলাকায় রাজনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। পরিস্থিতিকে স্বাভাবিক করার দিকে না নিয়ে গিয়ে উল্টে ব্যাপক পুলিশী সন্ত্রাস শুরু করে। মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর বেশ কয়েকটি সংখ্যালঘু এলাকায় পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে ভাঙচুর করে। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যায় যে, পুলিশের সাথে শাসকদলের মদতপুষ্ট স্থানীয় সমাজবিরোধীরাও ছিল। এ রাজ্যের বুকে বারংবারই দেখা গেছে এভাবে সরকারী সন্ত্রাস সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তিকে জমি করে দিয়েছে। অথচ এলাকায় একথা সুবিদিত যে শাসকদলের কয়েকজন মাতব্বররাই স্বতঃস্ফূর্ত গণক্ষোভকে কাজে লাগিয়ে কিছু লুম্পেন শক্তির সাহায্যে আগুন লাগানোর কাজ করেছে।
এই পরিস্থিতিতে প্রশাসন আমাদের কনভেনশনের জন্য নির্ধারিত হলের বুকিং বাতিল করে দেয়, ফলে প্রোগ্রাম করাটাই কঠিন হয়ে পড়ে। একে মোকাবিলা করেই বামপন্থী মানুষেরা কনভেনশনটিকে এক ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত করেন। লাল পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলায় পার্টির রাজ্য কমিটির দায়িত্বশীল সজল পাল, রাজ্য কমিটি সদস্য জয়তু দেশমুখ, মুর্শিদাবাদ জেলা পার্টি সম্পাদক রাজীব রায়, জেলা সদস্য অপূর্ব লাহিড়ী, রবি মন্ডল, সদ্য পার্টিতে যোগ দেওয়া বামপন্থী নেতা আবুল কাশেম প্রমূখ। আগামীদিনে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি ও এ রাজ্যে গণতন্ত্র হত্যাকারী শক্তির বিরুদ্ধে এবং এলাকার জনগণের ইস্যুগুলিতে আন্দোলন গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।। ১৩ জনের এক লোকাল পার্টি টিম গঠিত হয়। ঐ দিনই সন্ধ্যায় বহরমপুর শহরে পুলিশী নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিস্তির্ণ এলাকায় এনআরসি ও ক্যাব-এর বিরুদ্ধে, সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচী অনুষ্ঠিত হয়।