শোক সংবাদ
গোঁদলপাড়া জুটমিলে ফের শ্রমিক আত্মঘাতী

One more Unfortunate, Weary of breath, Rashly importunate  ..... টমাস হুডের এ কবিতা জুট মিলের মৃত্যু মিছিলে বার বার ভীষণ ভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে। তরতাজা ২৩ বছরের তরুণ গোঁদলপাড়া জুট মিলের শ্রমিক সুরজ চৌধুরী গত ১৩ ডিসেম্বর নিজের ঘরে আত্মঘাতী হয়। তার বাবা এই মিলেরই শ্রমিক ছিলেন, এক বছর হলো তিনি প্রয়াত হন । তিন ভাই ও মায়ের সংসার সম্পূর্ণরূপে সুরজের আয়ের ওপর নির্ভরশীল ছিল। মিল বন্ধ হওয়ার পর ওয়েল্ডারের কাজ করা সুরজ এ মিল সে মিলে কাজ করে বেড়াত, যা ছিল অনিশ্চিত। অভাব আর অনটনে বিপর্যস্ত সুরজ আত্মহত্যার পথ বেছে নেয়। এআইসিসিটিইউ-র প্রতিনিধি দল সুরজের মা মাধবী দেবীর সাথে কথা বলে। অসহায় এক মা আর অনটনে বসবাসকারী ভীড় করে আসা মহিলাদের হতাশা আর যেন কিছু নেই। এই অবস্থা আমাদের বদলাতেই হবে ।

খণ্ড-26
সংখ্যা-41