খবরা-খবর
কাশ্মীরকে কেন্দ্র করে বিজেপির ফ্যাসীবাদী আগ্রাসনের বিরুদ্ধে কৃষ্ণনগরে প্রচার সভা

উগ্র জাতীয়তাবাদের এক চরম গণউন্মাদনার মুখে দাঁড়িয়ে কাশ্মীর প্রশ্নে দীর্ঘ সময় ধরে প্রচারসভা সংগঠিত হয় নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। সভায় বিভিন্ন বক্তারা বিজেপির ফ্যাসিবাদী আগ্রাসনের স্বরূপ তুলে ধরেন। পোস্টার-প্ল্যাকার্ড-পতাকায় সুসজ্জিত সভা থেকে লিফলেট বিলি করা হয়। জনাকীর্ণ স্টেশন চত্ত্বরে ব্যাপক মানুষ বক্তব্য শোনেন, লিফলেট সংগ্রহ করেন। যেভাবে সম্পূর্ণ চক্রান্তমূলক কায়দায়, অগণতান্ত্রিক অনৈতিকভাবে সংবিধানকে ধ্বংস করে দিয়ে বিজেপি তার ফ্যাসিবাদী প্রকল্পকে চাপিয়ে দিতে চাইছে তার বিরুদ্ধে বক্তারা সোচ্চার হন। তারা বলেন, কাশ্মীরে কর্পোরেটদের শোষণ লুন্ঠন কায়েম করা বিজেপির লক্ষ্য। দেশের মেহনতি মানুষের রুজি-রুটির সার্বিক সমস্যা, শ্রমিকশ্রেণীর অধিকারহরণ, লাভজনক রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র কর্পোরেটদের হাতে তুলে দেওয়া, কৃষি ও কৃষকের তীব্র সংকট এসব থেকে মানুষের নজরকে ওরা ঘুরিয়ে দিতে চাইছে। নতুন করে রাম মন্দির ইস্যু তুলে ধরে মানুষের ভাবাবেগকে জাগিয়ে তুলতে চাইছে। এর বিরুদ্ধে বাম ও গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বক্তব্য রাখেন রাজ্য কমিটি সদস্য জয়তু দেশমুখ, কাজল দত্তগুপ্ত, রণজয় সেনগুপ্ত, জেলা নেতা অমল তরফদার, জীবন কবিরাজ।

খণ্ড-26
সংখ্যা-26