২৪ জুন ব্যারাকপুর: চটকলগুলোতে স্বাভাবিক কাজকর্মচালু রাখা এবং শান্তি, সম্প্রীতি ও ঐক্যের জন্য ব্যারাকপুর শ্রম দপ্তরে সভা হয়। শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে কাঁকিনাড়া-জগদ্দল চটকলে কর্মরত সর্ব ইউনিয়নকে নিয়ে মিটিং অনুষ্ঠিত হল। সিআইটিইউ, এআইইউটিইউসি, আইএনটিইউসি, এআইটিইউসি, বিএমএস, এআইসিসিটিইউ সহ প্রায় সব ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যে প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে- (১) সব ইউনিয়ন মিলে শান্তি ও সম্প্রীতির জন্য মিছিল করা। (২) শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রশাসনকে আরও সক্রিয় ভুমিকা পালন করা। (৩) পুলিশ অনেক ক্ষেত্রে নিরাপরাধ শ্রমিকদের হয়রানী করছে তা বন্ধ করা। (৪) শ্রমিকদের যখন ছুটি হবে মিল কর্তৃপক্ষ তাদের টোকেন দিক যাতে প্রমাণ থাকে তারা মিল থেকে বেরিয়েছেন। (৫) বিভিন্ন স্কুল, ক্লাব, মালিক পক্ষ, ইউনিয়ন সহ সব ধরনের নাগরিকদের নিয়ে মিটিং ডাকা। (৬) আগামী ২৭ জুন লেবার ওয়েলফেয়ার অফিস, পাটুলিয়া, ব্যারাকপুর বেলা ২টো আবার মিটিং হবে। পুলিশের গুলি চালনা নিয়ে কথা উঠেছে। এছাড়াও যারা মারা গেছেন তাদের জন্য শোক জ্ঞাপন করা হয়। (৭) ২৫ জুন মিল কর্তৃপক্ষের সাথে শ্রমমন্ত্রীর মিটিং।