খবরা-খবর
সম্পাদক চন্দন ঘোষ স্মরণে “চেতনা”র সংখ্যা প্রকাশ

গত ৯ জুলাই কলকাতা কফি হাউসের বইচিত্র সভাঘরে “ চেতনা” পত্রিকার প্রয়াত সম্পাদক চন্দন ঘোষ স্মরণে প্রকাশিত হল “চেতনা”-র এক বিশেষ সংখ্যা। তাঁর বন্ধুবর নিত্যানন্দ ঘোষের আন্তরিক আয়োজনে ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে। সংখ্যাটি সংকলিত হয়েছে চন্দন ঘোষের কিছু লেখা এবং তাঁর সম্পর্কে অন্যদের কিছু লেখা নিয়ে। আনুষ্ঠানিক প্রকাশ করেন সম্মিলিতভাবে কথা সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়, কিন্নর রায়, রাখালরাজ চট্টোপাধ্যায়, অভ্র ঘোষ, অনাথবন্ধুদে প্রমুখ বিশিষ্টজন। সভাকে আলোকিত করতে চন্দন ঘোষের জীবন ও সাহিত্য রচনা নিয়ে বলেন “চেতনা”-র সহযোগী সম্পাদক রাখালরাজ চট্টোপাধ্যায়, সাধন চট্টোপাধ্যায়, কিন্নর রায়,বর্ষীয়ান অনাথবন্ধুদে, পরিচয় পত্রিকা সম্পাদক অভ্র ঘোষ এবং বক্তব্য রাখেন ও সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ ও নবান্ন পত্রিকার পক্ষে নীতীশ রায়। সকলেই খুব প্রাণবন্ত আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালন করেন “চেতনা”-র এই বিশেষ সংখ্যাটি প্রকাশের কার্যকরি সম্পাদক নিত্যানন্দ ঘোষ।

খণ্ড-26
সংখ্যা-22