খবরা-খবর
ভাটপাড়ায় শান্তি ফেরানোর দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ

গত ২০ জুন রাজ্য সম্পাদকের নেতৃত্বে সিপিআই(এমএল) লিবারেশনের এক প্রতিনিধি দল ভাটপাড়া-জগদ্দলে শান্তি প্রতিষ্ঠার দাবিতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এই প্রতিনিধি দলে উত্তর ২৪ পরগণা জেলার পার্টি নেতৃত্ব ও জগদ্দল অঞ্চলের শ্রমিক নেতারাও সামিল ছিলেন। মাসাধিককাল ধরে ঐ অঞ্চলের সাধারণ মেহনতী মানুষ ও সংখ্যালঘু মানুষ যে চরম সংকটের মধ্যে পড়েছে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে পার্টি উদ্বেগ প্রকাশ করে এবং এ ব্যাপারে পুলিশপ্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে। মুখ্যমন্ত্রীও প্রকারান্তরে সেই ব্যর্থতার কথা স্বীকার করে নেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সমস্যা সমাধানে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের উপর জোর দেওয়া হয়। মুখ্যমন্ত্রী পার্টির স্মারকলিপিতে উল্লেখ করা প্রায় সমস্ত প্রস্তাবের প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দেন। তিনি প্রতিনিধি দলকেও আশ্বস্ত করেন যে সরকার এই প্রশ্নে তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এরপর প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্য সম্পাদক পার্থঘোষ নবান্ন প্রেস কর্ণারে সাংবাদিক বৈঠক করে সাংবাদিকদের কাছে সমস্ত বিষয়টি তুলে ধরেন।

খণ্ড-26
সংখ্যা-18