গত ১৮ জুন আইসা (অল ইণ্ডিয়া স্টুডেন্টস এ্যাসোসিয়েশন)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য সভাপতি নীলাশিস বসু এবং রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র এক প্রেস বিবৃতি জানান—রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাতপাত এবং বর্ণবাদী হেনস্থার শিকার হয়েছেন বেশ কয়েকজন অধ্যাপক/অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ চালিত ছাত্র সংসদের প্রতিনিধিরাই এইরূপ বর্ণবাদী হেনস্থা করেছে বলে অধ্যাপক/অধ্যাপিকাদের অভিযোগ। আমরা এই ধরনের নিকৃষ্টতম ঘটনাকে ধিক্কার জানাই এবং হেনস্থার প্রতিবাদে পদত্যাগী অধ্যাপক/অধ্যাপিকাদের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। অবিলম্বে দোষী সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি আমরা। আমাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবাদ এবং জাতিগত বৈষম্য-বিরোধী সেল গঠন করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালাতে হবে।