বাঁকুড়ার ওন্দা ব্লকের বিক্রমপুর গ্রাম। ‘৮০ র দশকের সসস্ত্র কৃষক সংগ্রামের প্রাণকেন্দ্র। সেই গ্রামের প্রবীণ পার্টি কমরেড অমর লোহার গতকাল আমাদের ছেড়ে চলে গেলেন। ৮০’র দশকে গোপন পার্ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে গণআন্দোলনের ময়দানে সক্রিয় ভূমিকায় ছিলেন কমরেড অমর লোহার। শেষ দিকে অশক্ত শরীরে সাইকেলের ক্যারিয়ারে বসে দীর্ঘপথ পেরিয়ে আন্দোলনের সমস্ত কর্মসূচীতে সামনের সারিতে থাকতেন তিনি। নকশালবাড়ীর বিপ্লবী রাজনীতি থেকে উঠে আসা দরিদ্র ভূমিহীন কৃষক ডিএম-বিডিও র টেবিলের সামনে দাঁড়িয়ে, পঞ্চয়েত অফিসের টেবিল চাপড়ে গরীবের অধিকার নিয়ে সোচ্চারে গলা ফাটাচ্ছেন—এমনই একজন অগ্রণী কমরেড ছিলেন অমর লোহার। তাঁর মৃত্যুতে সিপিআই(এমএল) বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। প্রয়াত কমরেড অমর লোহার লাল সেলাম।