জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ছাত্র সংসদের প্রধান অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠকের বাইরে মোদী বিরোধী, উপাচার্য বিরোধী এবং আর এস এস বিরোধী স্লোগান দেওয়ার জন্য দুটি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। এছাড়াও সম কাজে সম বেতনের দাবিতে জে এন ইউ-এ কর্মরত চুক্তি শ্রমিকদের এক মিছিলে অংশগ্রহণের জন্যও তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। ছাত্র সংসদের আরো অভিযোগ, তাদের সদস্যদের এবং অন্যান্য ছাত্রদের মিথ্যা অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করা হচ্ছে। জে এন ইউ ছাত্র সংসদের আরো অভিযোগ, উপাচার্য জগদীশ কুমার, মোদী সরকারের মদতে প্রতিদিন নতুন নতুন নোটিশ জারি করে অধ্যাপকদের ওপর অত্যাচার চালাচ্ছেন। জে এন ইউ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—যেভাবে বালাজীর এম ফিল-এর মুল্যায়ন আটকে রাখা হয়েছে তা নিন্দাজনক। যে যে ছাত্ররা প্রশাসনের বিরুদ্ধে গলা চড়াচ্ছে সেইসব ছাত্রদের অসুবিধেয় ফেলার জন্য জে এন ইউ প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করছে।