খবরা-খবর
জিন্দালদের হাতে জমি তুলে দিচ্ছে রাজ্য সরকার

সিপিআই(এমএল)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক পার্থ ঘোষ এক প্রেস বিবৃতিতে বলেন, সরকারী সুপার স্পেশালিটি হাসপাতাল জিন্দলদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যামহার কর—কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যেভাবে নবরত্ন সংস্থাগুলিকে কর্পোরেট সংস্থাগুলির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই একই কায়দায় মুখ্যমুন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিম মেদিনীপুরের শালবনীর বহু শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল “জনস্বার্থে” কর্পোরেট সংস্থা জিন্দল গোষ্ঠীর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস-এর পক্ষ থেকে জেলা স্বাস্থ্য আধিকারিক এর কাছে আজ প্রতিবাদ স্মারকলিপি জমা দেওয়া হয়। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। শালবনীতে ইস্পাত কারখানা স্থাপনের নামে আদিবাসীদের উচ্ছেদ করে, বনভূমি ধ্বংস করে যে যাত্রা শুরু হয়েছিল, তা এখন জিন্দল সিমেন্ট কারখানা ও জিন্দল হাসপাতালে পরিণত হবে। মা মাটি-র সরকার প্রত্যন্ত আদিবাসী মহল্লায় স্বাস্থ্য বিক্রির ছাড়পত্র এবার জিন্দলদের হাতে তুলে দিল। “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়” এবার স্বাস্থ্য পরিষেবা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার কাজে স্বাস্থ্য আধিকারিকরা উঠে পড়ে লাগবেন। এই আত্মঘাতী সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্যবাসীকে সোচ্চার হতে হবে।

খণ্ড-25
সংখ্যা-36