কালিয়াচক নজরুল ভবনে পার্টির উদ্যোগে অন্যান্যবাম ও গণতান্ত্রিক দলগুলিকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার শিরোনাম "ফ্যাসীবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে"। আলোচনায় অংশ নেন সি পি আই এর তরুণ দাস, সি পি আই এমের আনিসুর রহমান, পি ডি এসের নাসিমুল হক, জামাতে ইসলাম হিন্দের ইউসুফ আলি, সিপিআই(এমএল)-এর জেলা সম্পাদক ইব্রাহিম সেখ, পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা সলিল দত্ত। সভাটি সুষ্ঠভাবে পরিচালনা করেন লুৎফুর রহমান ও মৃত্যুঞ্জয় দাস। সি পি আই নেতা ফ্যাসীবাদের ইতিহাস ব্যাখ্যা করে হিটলারের জমানার কথা সবাইকে স্মরণ করিয়ে দেন সি পি এম নেতা আনিসুর রহমান মোদী শাহির বিরুদ্ধে সমস্ত বাম শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। আমাদের পার্টির পক্ষ থেকে দৃঢ় স্বরে ঘোষণা করা হয় একমাত্র বামপন্থীরাই পারে ফ্যাসীবাদের বিরুদ্ধে সঠিক লড়াই পরিচালনা করতে। ফ্যাসীস্ট বিজেপিও আরএসএস যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে নিকেশ করতে চাইছে তার বিরুদ্ধে এলাকা স্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজ্যের ক্ষেত্রে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস যে ভাবে জনবিরোধী কার্যকলাপ চালাচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নামে ধর্মীয় মৌলবাদীদের পক্ষ নিচ্ছে তাতে বিজেপিরই সুবিধা হচ্ছে এর বিরুদ্ধেও আমাদের লড়তে হবে। সভায় নীতীশ রায়ের ভাষ্য ও গণসঙ্গীতের মধ্যে দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।