কলকাতায় বহু দিন ধরে কয়েকটা পকেটে পরিচারিকা বা গৃহ শ্রমিকদের মধ্যে কাজ হচ্ছিল। সারা ভারত জুড়েই এই সামাজিক স্তরটি বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এদের নিয়ে কোন আইন প্রণয়ন করল না। আই এল ও এদের শ্রমিক হিসাবে স্বীকৃতি এবং গুরুত্বপূর্ণ কয়েকটা কনভেনশন সূত্রায়িত করে, আর স্বাক্ষরকারী দেশ হিসাবে ভারত সরকারের সেগুলি কার্যকরী করা উচিত ছিল। কিন্তু, সুসংবদ্ধ আইন প্রণয়নের বদলে কেন্দ্রীয় শ্রম দপ্তর কেবল মাত্র একটা পলিসি করেই খালাস। প্রসংগতঃ উল্লেখ্য কিছু দিন আগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ পরিচারিকাদের জন্য একটা পূর্ণাঙ্গ আইন পাশ করেছে যা রীতিমতো প্রগতিশীল এবং বিভিন্ন মহলে সমাদৃত।
আমাদের বেশ কিছু রাজ্যে (বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ু, সহ আরো কয়েকটা রাজ্য) পরিচারিকারা শ্রমিক হিসাবে স্বীকৃতি ও ন্যূনতম মজুরী পেলে ও মমতা সরকার এ ব্যপারে কোন পদক্ষেপ না নিয়ে অত্যন্ত নেতিবাচক মনোভাব নিয়ে চলছে। বেশ কিছুদিন আগে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা আদালতের শরণাপন্ন হয়ে আইনী লড়াই চালিয়ে ইউনিয়নের রেজিস্ট্রেশন আদায় করেছে। এবার প্রগতিশীল মহিলা সমিতির কর্মী ও সংগঠকেরা পরিচারিকাদের মধ্যে তাদের কাজকে ইউনিয়নের মাধ্যমে সংগঠিত করার উদ্যোগ নিলেন। গত ২৪ তারিখে এই ইউনিয়নের প্রাথমিক ভিত্তি প্রস্তর স্থাপিত হল। ইউনিয়ন গঠনের আনুষ্ঠানিক কাজকর্ম শুরু হয়েছে।