পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের আগরাদহ ও ঝিকরে গ্রামে ২ মাস আগে ৪০০ গরিব মানুষের ৪ক ফর্ম জমা দেওয়া সত্ত্বেও এখনও কাজ দেওয়া হয়নি। অথচ এলাকায় তৃণমূলের লোকজন নিজেদের পছন্দের লোকদের কাজ দিচ্ছে। বিডিও ডেপুটেশন দেওয়া হয়। তারপরও কাজ থেকে বঞ্চিত রাখার প্রতিবাদে গত ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে আগ্রাদহ মোড়ে রাস্তা অবরোধ শুরু হয়। ২০০-রও বেশি গরিব মানুষ কাজের দাবিতে ঝুড়ি কোদাল নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ২ঘন্টা অবরোধের পর কালনা থানার বড়বাবু পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন। বড়বাবু প্রথমে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু মানুষের শক্তিশালী বিক্ষোভের মুখে পড়ে বড়বাবু অনুরোধ করতে থাকে এবং উপস্থিত সমস্ত মানুষের সামনে একদিনের সময় চায়। বিকেল ৫টার সময় আলোচনায় বসার জন্য সময় চান। উনি দাবি ন্যায়সঙ্গত বলেন ও আইন অনুযায়ী কাজ দেওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেন। অনেক টালবাহানার পর এই দিনের মতো অবরোধ তুলে নেওয়া হয়। এই লড়াই একদিকে যেমন গরিব মানুষের কাজ মজুরির লড়াই অন্য দিকে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে জনগণের প্রতিরোধে সামিলের চ্যালেঞ্জও বটে। জনগণকে বার বার সংগঠিত করেই এই লড়াইয়ে জয় লাভ করতে হবে।