গত ২২-২৩ সেপ্টেম্বর জলপাইগুড়ি শহরের বান্ধব নাট্য সমাজ সভাগৃহে জলপাইগুড়ি জেলার ১১তম সম্মেলন উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কমরেড বিজন সরকার নগর, কমরেড নজরুল ইসলাম মঞ্চ এবং কমরেড খোকন রায়ের নামে সভাগৃহ নামাঙ্কিত হয়েছিল। সম্মেলনের শুরুতে পার্টির রক্তপতাকা উত্তোলন করেন জেলার বরিষ্ঠ নেতা প্রদীপ গোস্বামী। জেলা সম্মেলনের রাজ্য পর্যবেক্ষক পবিত্র সিংহ সহ রাজ্য ও জেলা নেতারা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রেবা দাস, প্রদীপ গোস্বামী ও সুভাষ দত্তকে নিয়ে সভাপতি মণ্ডলী গঠিত হয়। সম্মেলনের পর্বে বরিষ্ঠ সদস্য মিহির সেন গণসঙ্গীত পরিবেশন করেন। রাজ্য পর্যেবক্ষক পবিত্র সিংহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পার্টির সামনে আগত চ্যালেঞ্জ সম্পর্কিত বিষয়ে প্রতিনিধিদের অবগত করেন। জেলা সম্পাদক প্রতিবেদন পেশ করেন। এবং প্রতিবেদনের ওপর ২০ জন প্রতিনিধি আঞ্চলিকস্তরে রাজনৈতিক পরিস্থিতি ও পার্টি সংগঠন সম্পর্কে বক্তব্য রাখেন। জেলার দায়িত্বপ্রাপ্ত অভিজিৎ মজুমদার দশম পার্টি কংগ্রেসে গৃহীত কর্মসূচী সম্পর্কে আলোকপাত করেন। প্রতিনিধিদের বক্তব্যের শেষে বাসুদেব বসু পার্টি সংগঠন ও আগামী রাজ্য সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে কমরেডদের সচেতন থাকতে বলেন। প্রতিবেদনে আগামী দিনে পার্টি সদস্য সংখ্যা দ্বিগুণ করা, গণসংগঠনগুলোর সম্মেলনের মাধ্যমে কাঠামো গঠন করা এবং অধিকাংশ পার্টি সদস্যকে কাঠামোভুক্ত করা সহ বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। পরিশেষে খসড়া প্রতিবেদন সর্বসম্মতিতে গৃহীত হয়। আগামী দু বছরের জন্য দুজন মহিলা সহ ১৫ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। ভাস্কর দত্ত পুনরায় জেলা সম্পাদক নির্বাচিত হন।