সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির প্রথম পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন

সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির প্রথম পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গত ৩০ সেপ্টেম্বর কমরেড ধূর্জটি প্রসাদ বক্সী মঞ্চে (আসানসোল বাবু অ্যাসোসিয়েশন হল), গৌরী লঙ্কেশ নগরে (আসানাসোল)।

বারোটা নাগাদ শুরু হয় মূল পর্বের কাজ। প্রতিমা বাউরী, গার্গী রুইদাস, দুর্গা রুইদাস, সীমা বাদ্যকার, রেনুকা বাউরীকে নিয়ে গঠিত হয় অনুষ্ঠানের সভাপতিমণ্ডলী। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে খসড়া দলিল পাঠ করে শোনান বিদায়ী সম্পাদিকা সন্ধ্যা দাস। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সিপিআই(এম এল)-এর রাজ্য কমিটির নেতা সুরিন্দর কুমার, জেলা নেতৃত্বকারী সংগঠনের বর্ষীয়ান সদস্য স্বদেশ চ্যাটার্জী ও তরুণ সদস্য কৃশাণু ভট্টাচার্য।

পিতৃতান্ত্রিক সমাজে নারীদের ওপর অহরহ নিপীড়ন, উপস্থিত শ্রমজীবী মহিলাদের কর্মক্ষেত্রে হেনস্থা, তাঁদের বাসস্থান অঞ্চলের পথঘাট, পানীয় জল, পয়:প্রণালী, পারিবারিক হেনস্থা, রাজ্য ও কেন্দ্রের শাসক দল দুটির আঞ্চলিক প্রতিনিধিদের হুমকি ইত্যাদি সমস্যাগুলি নিয়ে বক্তব্য রাখেন মহিলাদের মোট ১২ জন প্রতিনিধি। পরে সমাধানের উপায়গুলি নিয়ে বিস্তৃত আলোচনা করেন পর্যবক্ষিকা রাজ্যনেত্রী ইন্দ্রাণী দত্ত। বক্তব্য শেষে মোট ১১ জনের নব নির্বাচিত কমিটি করতালি ও অভিনন্দনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে গঠিত হয়। সন্ধ্যা দাস সম্পাদিকা হিসেবে পুনর্নির্বাচিত হন। মোট ৫৫ জন মহিলা প্রতিনিধির সম্মলনে ইন্দ্রাণী দত্তের সঙ্গীতের মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘোষিত হয়।

খণ্ড-25
সংখ্যা-32