খবরা-খবর
বজবজে মিড-ডে-মিলের কর্মীদের সভা

২০ সেপ্টেম্বর বজবজে মিড-ডে-মিল কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। গত তিন বছর আগে মিড-ডে-মিল কর্মীদের নিয়ে আছিপুরের একটি স্কুলে দুই-তিন বার মিটিং করা হয়। কিন্তু আমাদের ধারাবাহিকতার অভাবে সেটা প্রায় বন্ধ হয়ে যায় । এই বার পুনরায় উদ্দোগ গ্রহণ করা হয় । পূজালী ও বজবজ পৌরসভার কিছু স্কুলে অভিযান চালানো হয় ।একটি স্কুলের প্রধান শিক্ষক আমাদের সাথে খারাপ ব্যবহার করেন। বলেন এই মিড-ডে-মিল সভা কোন সংগঠনের এবং কোন পার্টির। আমাদের মুখে শোনার পর উনি বলেন কোনো পার্টিকে আমার স্কুল ক‍্যাম্পাসে ঢুকতে দেব না। দারোয়ান দিয়ে বের করে দিতে বলেন। তবুও আমরা ওনাকে চ‍্যালেঞ্জ জানিয়ে মিড ডে মিল কর্মীদের সাথে দেখা করি এবং লিফলেট দিই। মিটিং এ আসার কথা বলি। তারপর মিটিং-এর দুই দিন আগে সব কর্মীদের ফোন করি। ওনারা উত্তরে বলেন আমাদের পূজালী পৌরসভার কাউন্সিলর যেতে নিষেধ করেছে বলছে আমরা তোমাদের মাহিনা দিই। কিন্তু তা সত্ত্বেও অন্য ৬ টা স্কুল থেকে ১৪ জন কর্মী উপস্থিত হন। এবং আলোচনায় অংশ নেন। ঐ ৬টা স্কুল থেকে কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি কমিটি তৈরী করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মিড ডে মিল ইউনিয়নের সভাপতি মীনা পাল ও সম্পাদিকা জয়শ্রী দাস। সভাটি পরিচালনা করেন জেলা নেত্রী কাজল দত্ত। আলোচনায় স্থির হয় গ্রামাঞ্চলের স্কুলগুলিকে এই সংগঠনের আওতায় এনে পূর্ণাঙ্গ সম্মেলনের মধ্য দিয়ে একটি ব্লক কমিটি তৈরি করা। শ্লোগান দিয়ে এবং মিড-ডে-মিলের শিয়ালদহ জমায়েতে আরো বেশী সংখ্যক কর্মীকে অংশ গ্রহণ করানোর শপথ নিয়ে সভার কাজ শেষ হয়।

খণ্ড-25
সংখ্যা-30