এআইসিসিটিইউ-র ১০ থেকে ২৮ সেপ্টেম্বর দেশব্যাপী প্রচার অভিযান ও ভগৎ সিং-র ১১১তম জন্মদিবস উপলক্ষে এআইসিসিটিইউ-র বজবজ শাখার উদ্যোগে ওরিয়েন্ট মোড় থেকে চড়িয়াল মসজিদ পর্যন্ত মিছিল সংগঠিত হয়। শ্রমজীবী জনতা দৃপ্ত কন্ঠে স্লোগান তোলেন "শহীদ-ঈ-আজম ভগৎ সিং অমর রহে", "দৈনিক ন্যূনতম ১৮০০০ টাকা মজুরী চালু হল না কেন মোদী সরকার জবাব দাও", "৪৪টি শ্রমকানুনকে ৪টি কোডে অন্তর্ভুক্ত করে শ্রমিকদের ক্ষতি করা হচ্ছে কেন মোদী সরকার জবাব দাও", "সম কাজে সমবেতন চালু হল না কেন", "পেট্রল, ডিজেল, গ্যাস সহ অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে কেন", "সংখ্যালঘু, দলিত, নারী নির্যাতন বাড়ছে কেন মোদী সরকার জবাব দাও", "ইসলামপুরে ছাত্র হত্যাকারী খুনিদের শাস্তি দিতে হবে", "জুট, চা সহ অন্যান্য শিল্পে বোনাস অবিলম্বে দিতে হবে", "নিউ সেন্ট্রাল জুট শ্রমিকদের ফাউলাই স্কিমের অর্থ প্রদান করতে হবে"।
মিছিলে উপস্থিত ছিলেন এআইসিসিটিইউ রাজ্য নেতা কমরেড কিশোর সরকার, সিপিআই(এম এল) দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ দত্ত, জেলা কমিটির সদস্যা কাজল দত্ত, অঞ্জনা মাল, দেবযানী গোস্বামী এবং সংগ্রামী সাথীরা। সমগ্র মিছিলে শ্রমজীবী মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।