খবরা-খবর
নদীয়ার কমরেড মৃত্যুঞ্জয় হালদারের আকস্মিক প্রয়াণ

নদীয়া জেলার দীর্ঘদিনের সংগ্রামী পার্টি নেতা কমরেড মৃত্যুঞ্জয় হালদার গত ৯ সেপ্টেম্বর ভারত বনধের প্রচার শেষে বাড়ি ফেরার পথে তেহট্টর দেবনাথপুর মোড়ের কাছে দ্রুত গতিতে ধেয়ে আসা এক মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর নেই। তিনি ছিলেন নদীয়া জেলার একজন বরিষ্ঠ পার্টি সদস্য, যিনি সিপিআই(এম) থেকে আমাদের পার্টিতে যুক্ত হন, তাঁর বাসস্থান নিশ্চিন্তপুর এলাকার মৎস্যজীবীদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে। এরপরেই মৎস্যজীবীদের জলাশয়ের উপর অধিকারের সংগ্রাম তীব্রতর হয়ে ওঠে। এছাড়াও গ্রামীণ গরিবদের বিভিন্ন আন্দোলন তিনি সংগঠিত করেছিলেন।একজন একনিষ্ঠ কমিউনিস্ট কর্মী হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ চালিয়ে গেছেন।এক সপ্তাহ আগে চাপড়ায় অনুষ্ঠিত নদীয়া জেলা পার্টি সম্মেলনে বাম আন্দোলনের বিকাশের সম্ভাবনা নিয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে বক্তব্য রাখেন। তিনি বলেন "যতই প্রতিকূলতা থাকুক না কেন আমি সংগ্রামের লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি, থাকব" এইভাবে তাঁর উদ্দীপনাময় ভাষণ সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে। তিনি ছিলেন পার্টির তেহট্ট-পলাশীপাড়া লোকাল কমিটির সদস্য এবং কৃষি মজুর সংগঠনের রাজ্য কাউন্সিল সদস্য। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং বৃহত্তর এক পরিবারকে—যারা তাঁর অবিভাবকত্ব হারালো। নদীয়া জেলা পার্টির অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মৌলিক কমিউনিস্ট গুণাবলী থেকে আমরা অবশ্যই শিক্ষা গ্রহণ করব, কমরেড মৃত্যুঞ্জয় হালদারকে জানাই লাল সেলাম।

খণ্ড-25
সংখ্যা-29