খবরা-খবর
এআইসিডব্লিউএফ-র আহ্বানে দেশব্যাপী নির্মাণ শ্রমিক বিক্ষোভ, ডেপুটেশন

গত ৫ সেপ্টেম্বর এআইসিডব্লিউএফ-র আহ্বানে  দেশব্যপী নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচীর অংশ হিসাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মিছিল, সভা এবং জেলাশাসক। ডেপুটি লেবার কমিশনারের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

(১) নির্মাণ শ্রমিকদের মাসিক নুন্যতম ২২০০০ টাকা বেতন ঘোষণা করতে হবে।

(২) বেতনের ৫০ শতাংশ পেনশন চালু করতে হবে।

(৩) দেশব্যাপী উন্নত, সম্মানজনক সামাজিক সুরক্ষা চালু করতে হবে।

(৪) পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।

(৫) শহরে কাজ করতে আসা নির্মাণ শ্রমিকদের জন্য পাকা আশ্রয়স্থল ও শ্রমিকদের নিজ গৃহ গড়ে দিতে হবে।

(৬) নির্মাণ শ্রমিক সহ অন্যান্য অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদান করতে নির্মাণ শিল্প থেকে ৩ শতাংশ সেস ও কেন্দ্রীয় বাজেটে জিডিপি-র ৩ শতাংশ অর্থ প্রদান করতে হবে।

(৭) ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিক আইন ১৯৯৬-র ১৮নং ধারা অনুযায়ি ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিক কল‍্যাণ পর্ষদকে বহাল রাখতে হবে এবং তার নিয়মিত বৈঠক করতে হবে। রাজ‍্য সরকার‌ কর্তৃক সামাজিক সুরক্ষা যোজনা-২০১৭ (এসএসওয়াই-২০১৭) মধ‍্যে অর্ন্তভূক্ত করে নির্মাণ শ্রমিকদের অধিকার ও ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা বন্ধ কর ইত‍্যাদি দাবিতে নির্মিণ শ্রমিকরা সোচ্চার হন।

খণ্ড-25
সংখ্যা-29