চড়িলাম বাজারে ও ব্লক অফিসে সিপিআই(এম) দলের রাজনৈতিক কর্মসূচি ছিল। পুলিশের বৈধ অনুমতি নিয়ে বাজারে পার্টি অফিসের সামনে রাজনৈতিক সভার কাজ শুরু হয়েছিল। সভা চলাকালীন পুলিশের সামনে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা অবৈধভাবে জমায়েত হয়ে সিপিআই(এম)-এর জমায়েতকে লক্ষ্য করে ইট বৃষ্টি, বোমাবাজি করে। লাঠি ও সশস্ত্র অবস্থায় সিপিআই(এম) কর্মীদের উপর হামলা করে। বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহার উপর প্রাণঘাতী হামলা করে। তাতে বিধায়ক সহ অনেক কর্মী-সমর্থক আহত হয়। গুরুতরভাবে আহত অবস্থায় শহীদ মিঞাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। কোনোরকম দুঃখ প্রকাশ না করে উপমুখ্যমন্ত্রী এই সন্ত্রাসী হামলাকে নির্লজ্জভাবে সমর্থন করেছেন ও একে বৈধতা দিয়েছেন। যা কোনও গণতন্ত্র প্রিয় মানুষ মেনে নিতে পারেন না। আর এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, শহীদ মিঞার খুনীদের তিনি প্রকাশ্যে মদত দিচ্ছেন যাতে আইনানুযায়ী কেউই বিচার না পায়।
তাই, চড়িলাম বাজারে সিপিআই(এম)-এর রাজনৈতিক কর্মসূচির উপর বিজেপির দ্বারা পরিকল্পিতভাবে হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় সিপিআই(এমএল) রাজ্য কমিটি। বিধায়ক সহ আহত কর্মীদের উপর হামলাকারীদের ও শহীদ মিঞার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানায়। এই ঘটনায় উপমুখ্যমন্ত্রীর বেআইনি উস্কানিমূলক মন্তব্য ও অপরাধীদের আড়াল করার ষড়যন্ত্রের তীব্র বিরোধিতা করছে সিপিআই(এমএল)। আইনানুযায়ী সুষ্ঠু ও কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানায়। নিহত ও আহতদের শোক ও বিক্ষোভকে তীব্রতর প্রতিরোধে পরিণত করার জন্য গণতন্ত্র প্রিয় জনগণের কাছে আহ্বান রাখছে।
- পার্থ কর্মকার, রাজ্য সম্পাদক, সিপিআই(এমএল), ত্রিপুরা রাজ্য কমিটি