৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে প্রয়াত হলেন সুন্দরবন অঞ্চলে পার্টির সংগঠক কমরেড মোকছেদ মিস্ত্রী। ছাত্রাবস্তাতেই মোকছেদ বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন এবং সুন্দরবন অঞ্চলের অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতৃত্বের নজরে আসেন। বিপ্লবী কৃষক আন্দোলনের খিদে তাঁকে সিপিআই(এমএল) রাজনীতিতেতে টেনে নিয়ে আসে। আইপিএফ স্থাপনের পর তিনি একজন প্রকৃত গণ নেতা হিসাবে আত্মপ্রকাশ ঘটান। তার উদ্যোগে হাসনাবাদ অঞ্চলে মোটরভ্যান ইউনিয়ন গড়ে ওঠে এবং এআইসিসিটিইউ-র অন্তর্ভুক্ত হয়। এলাকায় বিড়ি শ্রমিকদের সংগঠিত করা থেকে শুরু করে সাম্প্রতিককালে রন্ধন কর্মীদের সংগঠিত করার বিষয়ে তিনি সক্রিয় ভুমিকা পালন করেন। মৃত্যুর খবর পেয়ে রাজ্য কমিটির সদস্য মীনা পাল এবং অর্চনা ঘটক প্রয়াত তাঁর পরিবারের সদস্যদের সংগে মিলিত হতে হাসনাবাদ কালিতলা অঞ্চলের বাড়ীতে যান এবং প্রয়াত নেতার স্ত্রী পার্টি সদস্য হালিমা বিবিকে সমবেদনা জ্ঞাপন করেন। পার্টির উত্তর ২৪ পরগনা জেলা কমিটি কমরেড মোকছেদ মিস্ত্রীর আকষ্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে।