সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার এক প্রেস বিবৃতিতে বলেন — তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও বাংলার কারা বিভাগের প্রতিমন্ত্রী অখিল গিরি ১২ নভেম্বর ২০২২ তার ভাষণে আদিবাসী সমাজ থেকে উঠে আসা দেশের মহিলা রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুৎসিত মন্তব্য ও কদর্য অঙ্গভঙ্গী করে অবমাননা করেছেন। উপর্যুপরি কয়েকবার এমন অশালীন মন্তব্যের নজির তিনি অতীতেও রেখেছেন। এই নারী ও আদিবাসী বিদ্বেষ শাসকদলের মজ্জাগত পরিচিতি তৈরি করছে, যা বাংলার প্রগতিশীল ও বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থী ও লজ্জাকর।
অন্যদিকে, দেশজুড়ে আদিবাসী মানুষের জমি, জীবিকা ও গণতান্ত্রিক অধিকারের ওপরে বুলডোজার রাজ নামিয়ে আনা বিজেপি এই সুযোগে হঠাৎ ভোল পাল্টে নিজেদের আদিবাসীপ্রেমী হিসাবে তুলে ধরার প্রচেষ্টায় রাজ্যজুড়ে অশান্তির আবহ তৈরি করতে চাইছে। রাজ্যবাসীকে এদের অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকতে আহ্বান জানাই।
রাজ্যের শাসক দলগুলির মধ্যে নারী-বিদ্বেষী, জাতি-বিদ্বেষী মনোভাব ও মন্তব্যের যেন প্রতিযোগিতা চলছে।
এই অবমাননাকর আচরণের বিরুদ্ধতায় দেশ ও রাজ্যে বসবাসকারী আদিবাসী সমাজের সম্মানকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপরাধী অখিল গিরিকে ভর্ৎসনা ও রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারণ করতে হবে।