খবরা-খবর
‘জয় ইঞ্জিনিয়ারিং’ কারখানার শ্রমিকদের ঐতিহাসিক জয়
Historic victory of Joy Engineering

বিগত ২০০৩ সালে বিখ্যাত ঊষা ফ্যান কারখানায়, যা জয় ইঞ্জিনিয়ারিং ইন্ড্রাস্টিজ নামে পরিচিত, ৯০৩ জন শ্রমিককে মালিকরা বাধ্যতামূলক অবসরে পাঠানোর নোটিশ জারী করে। নানা ভয়ভীতি জারি করে শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর বিরুদ্ধে ১৪ জন শ্রমিক মালিকের এই শ্রমিক বিরোধী নোটিশ প্রত্যাখান করে। এই ১৪ জন শ্রমিক এআইসিসিটিইউ এবং সিআইটিইউ’র সদস্য ছিলেন। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে যুক্তভাবে লাগাতার রাস্তার আন্দোলন ও শ্রম আদালতে যুক্তভাবে ২০ বছর লড়াইয়ের মধ্য দিয়ে এই জয় ছিনিয়ে আনা হয়েছে। শ্রম আদালত রায় দিয়ে জানিয়েছে ২০০৩ সাল থেকে শ্রমিকদের সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সাথে সাথে অবিলম্বে শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে। কর্মরত স্থায়ী শ্রমিকদের জোর করে অবসরে পাঠানো, যা ছিল সম্পূর্ণ বে-আইনি। এমনকি মামলা চলাকালীন একজন শ্রমিকের মৃত্যু হয়। আদালত রায় দেয় যতদিন তিনি জীবিত ছিলেন, তাঁর পরিবারকে সমস্ত বকেয়া দিতে হবে।

যখন শ্রমিকদের উপর সর্বত্র হামলা চলছে, আইনি অধিকার ক্রমশ সঙ্কুচিত হচ্ছে, সেই সময় জয় ইঞ্জিনিয়ারিং কারখানার শ্রমিকদের এই জয় ঐতিহাসিক।

আমরা অবিলম্বে জয় ইঞ্জিনিয়ারিং কারখানা কর্তৃপক্ষকে আদালতে জয়ী শ্রমিকদের দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছি।

- বাসুদেব বসু, সাধারণ সম্পাদক, এআইসিসিটিইউ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

খণ্ড-29
সংখ্যা-44