বিজেপি সরকারের শিক্ষা মন্ত্রক আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনে কোনও নিয়োগই করেনি। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের অধীনে এসটিদের জন্য সংরক্ষিত আসনের ৯২% ফাঁকা। এসসিদের ক্ষেত্রে শূন্য ফেলে রেখেছে ৮২% পদ। কেন্দ্রীয় রাজস্ব দপ্তরে শূন্য পড়ে আছে এসটি ও এসসিদের যথাক্রমে ৯৩% ও ৮৫% পদ। তথ্যের অধিকার আইনের আওতায় করা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় দপ্তর থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। বেসরকারি কর্মক্ষেত্রে এসসি- এসটিদের জন্য সংরক্ষণ চালু করার বিষয়ে প্রশ্ন করা হলে মোদি সরকার জানিয়েছে যে, কর্পোরেট কোম্পানিরা সংরক্ষণ ব্যবস্থাকে কোনও সমাধান হিসেবে দেখে না। সরকারি ক্ষেত্রে কাজের সুযোগ যখন খুবই কমে এসেছে তখন বিজেপি সরকার এসটি ও এসসিদের সংরক্ষণের সুযোগ প্রসারিত করার বদলে সংকুচিত করছে।