সারাভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির আসন্ন সর্বভারতীয় সম্মেলনকে ধরে রাজ্য জুড়ে গ্রামে গ্রামে প্রচরাভিযান চলছে, এই অভিযানে সিপিআই(এমএল) লিবারেশনের সর্বস্তরের নেতা কর্মীরাও সামিল হয়েছেন বিভিন্ন গ্রামীণ এলাকায়। বাগনান ১নং ব্লকের হারোপ এলাকায় গণসংযোগ করে আজ ফেরার পথে দুপুর ২,৩০ নাগাদ হারোপ পান বাজারে অটো ধরার জন্য দাঁড়িয়েছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য ও এ আই এস এ’ রাজ্য সভাপতি নীলাশিস বসু। সেইসময় হেলমেট পরিহিত তিনজন দুষ্কৃতি এসে তাঁকে হুমকি দেয়। প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলা হয় এটাই শেষ ওয়ার্নিং। টিভিতে বসে, ঘরে বসে যা খুশি কর, রাস্তায় নয় – ইত্যাদি বলে হুমকি দেওয়া হয়। পার্টির রাজ্য সম্পাদক কমরেড অভিজিত মজুমদার এক প্রেস বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।