শোক সংবাদ
কমরেড বিশ্বনাথ রায়

২২ সেপ্টেম্বর কাওয়াখালির বিধানপল্লি প্রাথমিক বিদ্যালয়ে ফাঁসিদেওয়া লোকাল কমিটির প্রাক্তন সদস্য পার্টির দীর্ঘদিনের সহযোদ্ধা প্রয়াত কমরেড বিশ্বনাথ রায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার প্রচুর মানুষ। ছিলেন কমরেড বিশ্বনাথ রায়ের স্ত্রী সহ গোটা পরিবার। সভা পরিচালনা করেন সিপিআই(এমএল) দার্জিলিং জেলা কমিটির সদস্য শরৎ সিংহ। বক্তব্য রাখেন ফাঁসিদেওয়া লোকাল কমিটির সদস্য তাপস বর্মণ, বিশ্বনাথ রায়ের ছেলে বিকাশ রায়, বিশ্বনাথ রায়ের বন্ধু প্রতিবেশী পুণ্য রায়, পঞ্চায়েত সদস্য সিপিআই(এম)-এর বাপ্পা রায়, সিপিআই(এমএল) দার্জিলিং জেলা সদস্য পবিত্র সিংহ, জলপাইগুড়ি জেলা সদস্য শ্যামল ভৌমিক, জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, জেলা কমিটির সদস্য পুলক গাঙ্গুলী প্রমুখ। সকলেই বিশ্বনাথ রায়ের স্মৃতিচারণা করতে গিয়ে বিধানপল্লি অঞ্চলটি, জনপদটি গড়ে ওঠার পেছনে তাঁর অবদান এবং ঐ অঞ্চলে তাঁর নেতৃত্বে পার্টির বিস্তার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং সন্নিহিত অঞ্চলে বিভিন্ন ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনে তাঁর অবদানের সামগ্রিকতার কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে যে কায়দায় এনআরসি, ক্যাবের কথা বলে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে রাজ্যজুড়ে তার বিরুদ্ধে সমস্ত ধর্মীও উন্মত্ততা, মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে স্বৈরাচারী শাসকের চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জেলা সম্পাদক কমরেড অভিজিৎ মজুমদার এবং জেলা সদস্য পুলক গাঙ্গুলী। আমাদের আগামী লড়াইয়ের প্রস্তুতির পাথেয় হিসেবে থেকে যাবে কমরেড বিশ্বনাথ রায়ের মতো মানুষদের থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষা। গণসঙ্গীত পরিবেশন করেন কমরেড মীরা চতুর্বেদী।

খণ্ড-26
সংখ্যা-30