বাবুলাল বিশ্বকর্মকারের শহীদ দিবস পালন

আজ নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের ঐতিহাসিক লড়াকু গ্রাম হুচাই মল্লিক জোত গ্রামে নকশালবাড়ি কৃষক সংগ্রামের প্রথম শহীদ কমরেড বাবুলাল বিশ্বকর্মকারের ৫১তম শহীদ দিবস পালিত হয়। ১৯৬৮ সালের ৮ সেপ্টেম্বর বাবুলাল দীর্ঘ সময় ধরে পুলিশ বাহিনীর বিরুদ্ধে গ্রামে কৃষক রক্ষার্থে লড়াই করে শহীদ হন। আজ হুচাই মল্লিক জোতে স্মরণ সভা অনুষ্ঠিত  হয়। শহীদ বেদীতে মাল্যদানের পর সেদিনের লড়াকু যোদ্ধা শান্তি মুন্ডা, ধাদু মুন্ডা, খেমু সিংহ, সুনীতি বিশ্বকর্মকার বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু, রতন দে, রমেশ বিশ্বকর্মকার প্রমুখ। সভা পরিচালনা  করেন নাথুরাম  বিশ্বাস। নকশালবাড়ি আন্দোলনের উপর ভাওয়াইয়া  গান করেন যদু বিশ্বকর্মকার।

খণ্ড-26
সংখ্যা-28