আবেদন
জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তুলুন

ইতিমধ্যে ডেঙ্গু/ডেঙ্গি কলকাতা, উত্তর ২৪ পরগণা, নদীয়া সহ বিভিন্ন জেলায় মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা সরকারী হিসাবে ৪০০০ ছাড়িয়ে গেছে, কলকাতায় সেই সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে। দূরের জেলাগুলোতে আক্রান্ত হওয়ার সংবাদ আসছে। সরকারী অবহেলা, দায়হীনতা, পৌরসভা, পঞ্চায়েতগুলির চরম গাফিলতি, জেলা স্বাস্থ্য আধিকারিকদের উদাসীনতা পরিস্থিতিকে ক্রমাগত জটিল ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলেছে। জনস্বাস্থ্যের এই বিপর্যস্ত অবস্থায় আমরা নীরব থাকতে পারি না। সমস্ত সরকারী ও বেসরকারী হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে (নার্সিং হোম সহ) বিনা পয়সায় এবং দ্রুত ডেঙ্গি রোগ নির্ণয়ের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে ডেঙ্গি আক্রান্তের চিকিৎসার জন্য জরুরীভিত্তিতে ওয়ার্ড খুলতে হবে যেখানে ইনডোর রোগীর বেড, ওষুধ-পথ্যের ব্যবস্থা রাখতে হবে। প্রতিষেধক হিসাবে শহর ও গ্রামে মশার লার্ভা নির্মূলীকরণে সরকার, পৌরসভা, পঞ্চায়েতকে দায়িত্ব নিতে হবে। জনস্বার্থে জনস্বাস্থ্য আন্দোলন ও প্রচার গড়ে তুলতে সিপিআই(এমএল) এবং সমস্ত গণসংগঠনের উদ্যোগ গ্রহণ জরুরী। এলাকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য সংগঠনকে এই প্রচার আন্দোলনে সামিল করানোর জন্য প্রচেষ্টা চালাতে হবে।

খণ্ড-26
সংখ্যা-28