শান্তিপুরে শহীদত্বের ৫০তম বার্ষিকী স্মরণ
shantipur

শান্তিপুরের সত্তর দশকের চার কমিউনিস্ট বিপ্লবী অজয় ভট্টাচার্য, কালাচাঁদ দালাল, মধুসূদন চ্যাটার্জী ও শম্ভু সরকারের শহীদত্বের ৫০তম স্মরণ অনুষ্ঠান হল গত ৫ মে শহরের বন্ধু সভাঘরে। শহীদ পরিবারের সদস্যরা সহ অভ্যাগত বন্ধু সাথীজন শহীদ বেদী ও আবক্ষ মূর্তিতে মাল্যদান-পুষ্পার্ঘ্য অপর্ণ সহ শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭২ সালের ৩ মে স্থানীয় আমবাগান অঞ্চলে পুলিশ-সিআরপি’র ঘেরাওয়ে নকশালবাড়ি আন্দোলনের অনুগামী উপরোক্ত চার কমিউনিস্ট বিপ্লবীকে হত্যা করা হয়। সেটা ছিল কুখ্যাত ইন্দিরা-সিদ্ধার্থ রায়ের সন্ত্রাসের রাজত্ব যখন বিপ্লবী কমিউনিস্ট ও বামপন্থী কর্মীদের নিত্য খুন করা হোত। এখন দেশে চলছে বিজেপি’র ফ্যাসিস্ট রাজ, আর রাজ্যে তৃণমূলের অপশাসন। বিপরীতে গণতন্ত্রপ্রিয় মানুষের লড়াই, বামপন্থার লড়াই থেমে নেই। এই সময় ও পরিস্থিতি বরং দাবি রাখে, লড়াইকে বাম দিশায় আরও তীব্র, আরও ব্যাপক করে তোলার। শহীদ স্মরণে মূলত অনুরূপ বক্তব্য রাখলেন অধ্যাপক বিপ্লব দাশগুপ্ত, অধ্যাপক তপন মজুমদার, সাংবাদিক রথীন পালচৌধুরী, সিপিআই(এমএল) লিবারেশনের নেতৃদ্বয় জীবন কবিরাজ ও বিজয় সাহা। গণসঙ্গীত পরিবেশন করেন নীতীশ রায়। একক অভিনয় করেন ‘সৃজক’ সংস্থার নিরূপম সেন, কবিতা পাঠ করেন সৃষ্টি সরকার। সভাপতিত্ব করেন মহাদেব সাধুখাঁ। স্থানীয় মানুষজনের আন্তরিক অংশগ্রহণই সবচেয়ে বড় পাওয়া।

খণ্ড-29
সংখ্যা-19