খবরা-খবর
পশ্চিমবঙ্গে সংযুক্ত কিষাণ মোর্চার ২৬ নভেম্বরের কর্মসূচি
Kisan Morcha's program

৫ নভেম্বর কলকাতায় জর্জ ভবনে সাধারণ সভার মধ্যে দিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার ১৭ জনের পশ্চিমবঙ্গ পরিচালন সমিতি গঠন হয়। তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তাকে পরিচালন সমিতি স্বাগত জানিয়েছে। প্রায় ৭০০ জন কৃষকের মৃত্যু ও সরকারের চরম কুৎসা ও দমন মোকাবিলা করে একবছর ধরে চলা ঐতিহাসিক কৃষক আন্দোলন ও কৃষকদের পাশে ব্যাপক দেশবাসীর সংহতি আন্দোলনের চাপে মোদী সরকার শেষ পর্যন্ত পিছু হঠেছে। পরিচালন সমিতি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে সংসদে এই আইন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনবিরোধী তিন কৃষি আইন প্রত্যাহারের কথা বললেও সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি আইন প্রণয়ন, বিদ্যুৎ আইন বাতিল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে বরখাস্ত করার প্রশ্নে কোনও সদুত্তর এখনও পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতে সংযুক্ত কিষাণ মোর্চা সব দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই ২৬ নভেম্বর আন্দোলনের বর্ষপূর্তির গৃহীত কর্মসূচি সারা দেশের সাথে এরাজ্যেও। কলকাতায় ধর্মতলার জমায়েতসভা ও মিছিল। এতে অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রী, মহিলা ও যুব সংগঠন সহ সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে সক্রিয়ভাবে সামিল হয়েছে।

প্রতিটি জেলায় ব্লক ও জেলা সদরে এই প্রাথমিক জয় ও বাকি দাবিগুলি ঊর্ধ্বে তুলে ধরে সমাবেশ সংগঠিত হবে।

খণ্ড-28
সংখ্যা-41