কমরেড হারাধন আদকের স্মরণ সভা
Haradhan Adak

Commemoration meeting

১৯ নভেম্বর বৈঁচি কোল্ড স্টোরেজে কমরেড হারাধন আদকের স্মরণ সভা অনুষ্ঠিত হয়, যে কোল্ড স্টোরেজে দীর্ঘদিন কাজ করেছেন হারুদা, হিমঘর শ্রমিকদের দাবিতে লড়াই চালিয়েছেন। স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন সিটুর কর্মী হিমঘর শ্রমিক পার্থ পাত্র, ভোলা, উপস্থিত ছিলেন বৈঁচি অঞ্চলের সিপিআই(এমএল) সহযোদ্ধারা। হারুদার স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিনোদ আহির এবং সকলে প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন। সঞ্চালক মুকুল কুমার, পার্টির জেলা সম্পাদক প্রবীর হালদার, তাঁর পুত্র দেবাশিস এবং অন্যান্য বক্তাদের কথায় উঠে আসে এক নিরলস পার্টিজান মানুষের কথা, যার বোর্ডে দেশব্রতী লাগাতে, নিয়মিত পত্রিকা হকিং করতে, সময় মেনে প্রতিটা কর্মসূচিতে যোগদানে ছেদ পড়তো না। উঠে আসে দারিদ্র্যের মধ্যেও গ্রামে আসা কমরেডদের আহারের ব্যবস্থা করা, “ত্রিশূল হাতে যতই লাফাও, কোম্পানি রাজ কায়েম হতে দিচ্ছি না, দেবো না”, নিজের মতোই সোজা সাপটা লব্জে তার কথাগুলো। বর্তমান সময়ে ফ্যাসিবাদকে রোখার অঙ্গীকার গ্রহণের মধ্যে দিয়ে স্মরণ সভার কাজ শেষ হয়।

 

 

খণ্ড-28
সংখ্যা-34