একটা কুৎসিত মিম যেখানে মেয়েদের কাজের বাধ্যতা-স্বাধীনতা, তাদের রূপ রঙ নিয়ে চরম নারীবিদ্বেষী মনোভাব প্রচারিত হলো। মনুবাদীদের কাছ থেকে এরচেয়ে ভালো কি আর আশা করা যায়!
মনুবাদের বিরুদ্ধে লড়াইয়ের সেনাপতি ডঃ ভীমরাও রামজী আম্বেদকরের জন্মজয়ন্তীতে গোঁদলপাড়া আইসা পরিচালিত বিশ্বজিত দে স্মৃতি কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীরা সমবেত হয়ে আম্বেদকারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। উপস্থিত রানী (মা হাসপাতালে কাজ করেন), রিংকু-খুশি (মা জুট মিলের শ্রমিক), মাধুরী (দিদার কাছে থাকে, মামার বাড়ির রান্না, বাসন মাজার কাজ করে তারপর স্কুলে যেতে হয়), নেহা (বাবা নাইট গার্ডের কাজ করতেন, কিছুদিন আগে পথ দুর্ঘটনায় মারা যান, তিন মেয়েকে নিয়ে মা কাজ করে সংসার চালান), জবা (মা কাজ করেন), গুলশান (মা মেহনতি) কষ্ট করেই পড়াশোনা করছে।
ওদের শিক্ষার অধিকার, কাজের অধিকার সহ সমস্ত যখন কেড়ে নিতে উদ্যত ফ্যাসিস্ট শক্তি তখন বাবাসাহেবের জন্মদিনে, “শিক্ষিত হও, ঐক্যবদ্ধ হও, লড়াই করো” তাঁর এই শিক্ষাকে স্মরণ করে, সংবিধান বাঁচানো, দেশ বাঁচানোর শপথ নেওয়া হয়। এলাকার শ্রমিক সংগঠকরা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।