১৬ মার্চ রাতে প্রয়াত হলেন কলকাতায় কালীঘাট অঞ্চলের পার্টির সকলের শ্রদ্ধেয় মাসিমা যূথিকা চ্যাটার্জী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রেখে গেছেন পরিবারের বাকী সব সদস্য সহ বহু পরিজনদের। ‘৮০-র দশক থেকে দীর্ঘকাল ধরে পার্টির নির্ভরযোগ্য ও নিশ্চিত আশ্রয়স্থল — মিটিং স্থল ছিল কালীঘাটে সকলের প্রিয় মাসিমার বাড়ি। বাড়ি বদল হয়েছে এলাকার একদিক থেকে অন্যদিকে, পার্টি একটা সময়ে এসে গণকাজ করতে শুরু করে, কাজের ধারার এই পরিবর্তনের কারণে মাসীমার বাড়িতে যাতায়াত ক্রমশ কমে গেলেও তাঁর স্নেহশীল সংস্পর্শ, পার্টি বোধ ও ব্যাক্তিত্বের ছোঁয়া পেয়েছেন বহু কমরেড। তাঁর দুই পুত্রই পাটির কর্মী। ইতিমধ্যে ছোটজন অরূপের (রূপা) আকস্মিক অকাল প্রয়াণ মাসীমাকে প্রবল যন্ত্রণাবিদ্ধ করে তোলে। তবে ভাবপ্রকাশে কখনও বুঝতে দিতেন না। পার্টির প্রতি ও মানুষের প্রতি তাঁর ছিল অসম্ভব ভালোবাসা। চর্চায় থাকতো পার্টির রাজনীতি। মাসীমা চলে যাওয়ায় পার্টি কমরেডরা গভীর শোকাহত। মাসীমার স্মৃতিকথা বেঁচে থাকবে উত্তর প্রজন্মের চলার পথে, লড়াইয়ের মাঝে। লাল সেলাম।