খবরা-খবর
নাগরিকদের উদ্যোগে কনভেনশন
Convention on the initiative of citizens

এই কনভেনশনটি অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারী। কনভেনশনে বক্তব্য রাখেন অচ্যুত সেনগুপ্ত, সুভাষ মজুমদার, সাংবাদিক অমৃতলাল ঘোষ, স্বর্ণেন্দু মৈত্র। সঙ্গীত পরিবেশন করেন বিশ্বজিৎ চক্রবর্তী। কনভেনশনের অতিথি বক্তা সুজাত ভদ্র তাঁর দীর্ঘ বক্তব্যে কনভেনশনে গৃহীত প্রস্তাবগুলির তাৎপর্য ব্যাখ্যা করে সমসাময়িক পরিস্থিতিকে জীবন্তভাবে উপস্থাপণ করেন।

কনভেনশন থেকে গৃহীত প্রস্তাব সমূহ
১) কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন বাতিল করতে হবে।
২) বিদ্যুৎ বিল ২০২০ বাতিল করতে হবে।
৩) সিএএ, এনআরসি, বাতিল করতে হবে।
৪) সরকারী সংস্থাবেচে দিয়ে কোম্পানিরাজ কায়েমের চক্রান্ত ব্যর্থ করুন।
৫) ডিজেল, পেট্রল, রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধি চলবে না। কেরোসিনকে রেশন ব্যবস্থা থেকে তুলে নেওয়ার চক্রান্ত চলবে না।
৬) বিধানসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, তারজন্য প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।
৭) বাংলার মনীষীদের রাজনীতির স্বার্থে আত্মসাৎ করে, তাঁদের অপমান করে, বাংলার সংস্কৃতির ধর্মনিরপেক্ষতাকে চুরমার করে ক্ষমতা দখলের চক্রান্ত ব্যর্থ করুন।
৮) দলত্যাগ করলে জনপ্রতিনিধিকে পদত্যাগ করতে হবে।
৯) জনগণের জীবন, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও গণতন্ত্রের দাবিগুলিকে নির্বাচনের আলোচ্য বিষয় করে তুলুন।
১০) ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে সচেষ্ট হোন।

খণ্ড-28
সংখ্যা-8