কমরেড অরূপ চ্যাটার্জির স্মরণসভা
Comrade Arup Chatterjee

৪ মার্চ কালিঘাট চেতলা-ভবানীপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে এয়াসবিহারি এলেকার সদানন্দ রোডে তপন থিয়েটার হলে কমরেড অরূপ চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এক বছর আগে এই দিনেই আকস্মিকভাবে প্রয়াত হন এলাকায় রূপা নামে জনপ্রিয় এই কমরেড। পার্টির বিভিন্ন কর্মী সমর্থক ছাড়াও অল ইণ্ডিয়া ডিফেন্স একাউন্টস অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন এই স্মরণসভায়। এছাড়া ছিলেন বিভিন্ন ক্লাব সংগঠন, টালিনালা পার্শ্ববর্তী বাসিন্দা কমিটি ও পরিবারের অনেক সদস্য। সভার সঞ্চালক চিন্ময় মুখার্জি কমরেড অরূপের রাজনৈতিক জীবন সম্পর্কে সংক্ষেপে বলার পর এক মিনিট নীরবতা পালন হয়। বাসুদেব বোস স্মৃতিচারণে অরূপের সাথে প্রথম দেখা হওয়ার কথা, টালিনালা আন্দোলন ও অন্যান্য নাগরিক আন্দোলনে তাঁর নেতৃত্বকারী ভূমিকার কথা বলেন। কমরেড রূপার সহকর্মী অল ইণ্ডিয়া ডিফেন্স একাউন্টস অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল বডির অরূপ চক্রবর্তী ট্রেড ইউনিয়ন আন্দোলনে রূপার উদ্যমি ভূমিকা, সর্বভারতীয় স্তরে সঙ্গঠনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দলমত নির্বিশেষে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কথা স্মরণ করেন। সিপিআই(এম)-এর উপস্থিত বন্ধুরা বাম ঐক্য প্রশ্নে রূপার উদ্যোগ ও বর্তমান সঙ্কট মুহুর্তে রূপার অভাব অনুভূত হওয়ার কথা বলেন। সংযুক্তা চক্রবর্তী ও রাকা ভট্টাচার্যের গানের পরে এলাক্র বিশিষ্ট নাগরিক চন্দন পাল চৌধুরি রূপার অসংখ্য সামাজিক উদ্যোগের কথা তুলে ধরেন। অপর বিশিষ্ট ব্যক্তিত্ব মানস রায়চৌধুরি নাগরিক আন্দোলনে রূপার রাজনৈতিক দায়বদ্ধতা ও আজকের দিনে রূপার মতো মানুষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য আন্দোলন, রক্তদান শিবির, ফ্রি মেডিক্যাল সেন্টার, নাট্য উৎসব পরিচালনা প্রভৃতি উদ্যোগের কথা তুলে ধরেন। স্মরণসভার শেষদিকে কমরেড পার্টির কলকাতা জেলা সম্পাদক অতনু চক্রবর্তী কমরেড রূপাকে একাধারে পার্টিনেতা যুবনেতা ও নাগরিক আন্দোলনের নেতা বলে উল্লেখ করেন। তিনি বলেন ফ্যাসিবাদী বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে তখন তার বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ খাড়া করাই হবে কমরেড রূপাকে সত্যিকার অর্থে স্মরণ করা। পরিশেষে গণকবিয়াল নীতীশ রায়ের স্মৃতিচারণার পরে তাঁর মর্মস্পর্শী লোকগীতি ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় কমরেড রূপার স্মরণসভা। সৌমেন, মহারাজ, ফাল্গুনি, রামু, কুট্টু সুপর্ণ, মনা সহ আরও অনেকে সভাটি সম্পন্ন করতে ভূমিকা রাখেন।

- মানস ভট্টাচার্য 

খণ্ড-28
সংখ্যা-9