খবরা-খবর
বারাসাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে নাগরিক কনভেনশন
Citizen Convention against Fascism

শনিবার ৬ মার্চ বারাসাত শহরের সুভাষ ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত হল ফ্যাসিবাদের বিরুদ্ধে নাগরিক সভা। বারাসাত শহরে এআইপিএফ, আইসা, নো এনআরসি এবং নাগরিক অধিকার আন্দোলনের কর্মীদের সম্মিলিত প্রয়াশে গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী মঞ্চ (বৃহত্তর বারাসাত)। মঞ্চের পক্ষ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচার কাজের সুচনা হিসাবে কনভেনশন আহবান  করা হয়েছিল। ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলা মঞ্চের’ পক্ষ থেকে চিত্র পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, প্রতিরোধের সিনেমা নির্মাতা এবং নো ভোট টু বিজেপি আন্দোলনের সংগঠক কস্তুরি বসু, মানবাধিকার আন্দোলনের নেতৃত্ব মুখ সুজাত ভদ্র এবং বিশিষ্ট সমাজ বিজ্ঞানী কনিষ্ক চৌধুরী কনভেনশনে বক্তব্য রাখেন। মঞ্চের প্রতিভু বক্তারা পশ্চিমবংগের নির্বাচনে যাতে ফ্যাসিস্ট বিজেপি ক্ষমতা দখল করতে না পারে তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে নো ভোট টু বিজেপি শ্লোগানের তাৎপর্য ব্যাখ্যা করেন। কনিষ্ক চৌধুরী  ফ্যাসিবাদের মনস্তাত্ত্বিক দিক এবং পিতৃস্বত্তার আক্রমণ নিয়ে আলোচনা করেন। ছাত্র সংগঠন আইসার পক্ষে অন্নেষা রায় ফ্যাসিস্ট  বিজেপি সরকারের নয়া শিক্ষানীতি ২০২০ বিভিন্ন দিকের উল্লেখ করেন। মনোজ্ঞ এই আলোচনা সভার অংশ হিসাবে এক ঘন্টার একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছিল। সেখানে বক্তারা সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভা পরিচালনার জন্য মনিরুল হক, সুজিত ঘোষ এবং রৌনক মল্লিককে নিয়ে সভাপতি মন্ডলী গঠন করা হয়। সঞ্চালনা করেন নীলকণ্ঠ আচার্য। কনভেশনের আগের দুদিন শহরের বিভিন্ন প্রান্তে ‘বিজেপিকে একটি ও ভোট  নয়’ আহবান সম্বলিত পোস্টার লাগানো হয়। আগামী সপ্তাহের শুরু থেকেই পথ সভা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খণ্ড-28
সংখ্যা-9