গত ১৩ জানুয়ারী কৃষি আইন বাতিলের দাবিতে,কৃষক আন্দোলনের সংহতিতে গোটা দেশের সাথে দঃ ২৪ পরগণার বাখরাহাট এবং বজবজ গ্রামে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বজবজ গ্রাম লোকাল কমিটির উদ্যোগে বজবজ গ্রামে এবং বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির উদ্যোগে বাখরাহাট স্কুল মোড়ে তিনটি কৃষি আইনের প্রতিলিপি পোড়ানো হয়। বজবজ গ্রামে পার্টির জেলা নেত্রী দেবযানী গোস্বামী, অঞ্জনা মাল, লোকাল কমিটির নেতা শ্যামসুন্দর গোস্বামীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন এবং কৃষি আইনের প্রতিলিপি পোড়ানো হয়। বাখরাহাটে এআইকেএম জেলা সম্পাদক দিলীপ পাল, লোকাল সম্পাদক নিখিলেশ পালের নেতৃত্বে বাখরাহাট স্কুল মোড় অবরোধ করে কৃষি আইনের প্রতিলিপি জ্বালানো হয়। কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিলীপ পাল। স্লোগান ওঠে “নকশালবাড়ির লাল আগুনে কৃষি আইন জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও”, “মোদী হঠাও, কৃষি-কৃষক-দেশ বাঁচাও”।